শেষ ধাপের ইউপি নির্বাচনের তারিখ ঘোষনা,এবারেও ঈদগাঁও উপজেলার নাম নেই।
মনোনয়ন জমা ১২ জানুয়ারি।
ভোট গ্রহন ৭ ফেব্রুয়ারি ১৩৮ টি ইউপিতে।
আগামী ৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপে ১৩৮টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার (২৯ ডিসেম্বর) রাতে নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান এ তথ্য জানান। ইউপি ভোটের তফসিল থেকে জানা গেছে, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১২ জানুয়ারি।
মনোনয়নপত্র বাছাই হবে ১৫ জানুয়ারি।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ২৩ জানুয়ারি। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারি। ইতোমধ্যে চার ধাপে তিন হাজারের বেশি ইউপি নির্বাচন সম্পন্ন করেছে ইসি।
পঞ্চম ধাপে ৭০৭টি ইউপিতে ভোটগ্রহণ হ১৩৮টিবে আগামী ৫ জানুয়ারি। আর ষষ্ঠ ধাপে ২১৯ ইউপিতে ভোট হবে ৩১ জানুয়ারি। সপ্তম ধাপের ইউপি ভোটের মধ্য দিয়েই ইউপির ধারাবাহিক নির্বাচন শেষ হবে। এরপর নির্বাচন উপযোগী ইউপিগুলোতে বিচ্ছিন্নভাবে ভোট হবে।
Visit CBN – Cox’s Bazar News Now for all kind of News Update in Cox’s Bazar. CBN – Cox’s Bazar News Now presents you the latest news of Cox’s Bazar. You can also visit Cox’s Bazar News, Eidgah News, Ukhiya News, Teknaf News, Ramu News, Chakaria News, Moheskhali News, Pekua News, Kutubdia News for Latest news of Cox’s Bazar District. Cox’s Bazar Hotel Booking offers you Hotel Booking in Cox’s Bazar