শেষ মুহুর্তে লা লিগার সবকিছুর জন্য এটা হতে পারলো না
“আমার নতুন চুক্তি করাই ছিলো। সবকিছুই করা ছিলো। আমি থাকতে চেয়েছিলাম এবং যখন ছুটি থেকে ফিরে এসেছিলাম তখনই এটা করা হয়ে গিয়েছিল। একেবারে শেষ মুহুর্তে লা লিগার সবকিছুর জন্য এটা হতে পারলো না।”
—- লিওনেল মেসি

২০ বছরের সমাপ্তি,কেনই বা চোখ অশ্রুসিক্ত হবেনা..!
বিদায়ের বেলায় সত্যিই চোখ ভেজা থেকে হৃদয়ের কি অবস্থা হতে পারে ভাবুন।
সবশেষে পিএসজিতে মেসি+নেইমার ভাল একটা কম্বিনেশন হোক।

স্বাগতম আপনাকে
একটা মানুষ ক্লাবকে কতটা ভালোবাসলে কথা বলার আগেই কান্না শুরু করে? একটা মানুষ কতটা দুঃখ পেলে কোন কিছু বলার আগে চোখ বেয়ে পানি পরে! বিদায় লিও,বার্সা তোমাকে চিরদিন মনে রাখবে,মনে রাখবে বার্সার ফ্যানরা,তুমি বার্সার প্রতিটি ফ্যানের অন্তরে থাকবা আজীবন!
Visit CBN – Cox’s Bazar News Now for the Latest Cox’s Bazar News Updates.