ঈদগাঁও বাসস্টেশনে দোকানে আগুন
মোঃ ওসমান গণি
কক্সবাজার জেলার ঈদগাঁও বাসস্টেশনে আগুনে ১ টি ঝাল বিতান দোকানের মালামাল পুড়ে গেছে।
তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
৬ জানুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে ঈদগাঁও বাসস্টেশনের পশ্চিম পাশে নুর নুরশেদ মার্কেটস্থ মা বাবার দোয়া ভাত ঘর এন্ড ঝাল বিতান দোকানের লাকড়ীর চুলা থেকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস স্থানীয় জনগনের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনে। এতে ২ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে।

অগ্নিকান্ডের সময় পুরো ঈদগাঁও বাস স্টেশনের ব্যবসায়ীদের ও সাধারণ মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়ে।
ঈদগাঁও থানার ওসি মোঃ আব্দুল হালিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দিনের বেলায় অগ্নিকাড ঘটায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। স্বল্প সময়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে, নিরাপত্তার জন্য পুলিশ অবস্থান ছিল।
Visit CBN – Cox’s Bazar News Now for all kind of News Update in Cox’s Bazar. CBN – Cox’s Bazar News Now presents you the latest news of Cox’s Bazar. You can also visit Cox’s Bazar News, Eidgah News, Ukhiya News, Teknaf News, Ramu News, Chakaria News, Moheskhali News, Pekua News, Kutubdia News for Latest news of Cox’s Bazar District. Cox’s Bazar Online Hotel Booking offers you Hotel Booking in Cox’s Bazar