Gone Girl, Movie Review

অনেকদিন পর একটা পার্ফেক্ট থ্রিলার দেখলাম। কি বলব বুঝতে পারছি না। আমেজিং, এক্সিলেন্ট, ব্লাস্ট আউট কোনো শব্দই বোধহয় এরজন্য পর্যাপ্ত নয়। আমার কোন ক্যারেক্টরের পাশে থাকা উচিত তাই ঠিক করতে পারিনি।

Gone Girl, Movie Review
Gone Girl

🔴🔴🔴হালকা স্পয়লার🔴🔴🔴

আপনি কি করবেন হঠাৎ যদি আপনি জানতে পারেন আপনার স্ত্রী উধাও হয়ে গেছে যার সাথে গত কয়েকমাস কিংবা বছর ধরে সম্পর্ক ভালো যাচ্ছিল না বলে আপনিও ছাড়া পেতে চাইছিলেন?
কিছুক্ষণের জন্য নিশ্চয়ই স্বস্তির নিঃশ্বাস ফেলতে চাইবেন!
কিন্তু হঠাৎ করে যদি জানতে পারেন যে সে আসলে খুন হয়েছে এবং সমস্ত প্রমাণ আপনার বিরুদ্ধে যায় তখন…!
মুভিতে এমি এবং নিক সেন্ট্রাল ক্যারেক্টর। দুজনেই ডিফারেন্ট টাইপের রাইটার। এক পার্টিতে দুজনের দেখা হয় এবং সম্পর্ক গড়ায় বিয়ে পর্যন্ত। সবকিছুই পার্ফেক্ট!
কিন্তু বিয়ের পরই তারা আবিষ্কার করে ম্যারেজ কতোটা কমপ্লিকেটেড! অথচ তারা কেউ সরাসরি কথা বলছিল না। ফ্যামিলিতে কোল্ড ওয়ারের মতো কিছু একটা চলছিল। সবকিছুই আরও জটিল হচ্ছিল আর তখনই এমি ডিজেপিয়ার্ড!
নিকের জীবন স্বস্তির বদলে আরও অতিষ্ট হয়ে উঠল।
মুভিতে টুইস্ট আছে পর্যাপ্ত। এমির প্ল্যানগুলো এখনও আমার মাথায় ঘুরছে। মাই গশ! আর শেষের মার্ডারটার কথা তো বলাই বাহুল্য!
আর ক্রেডিট কার্ডের টাকা শেষ করে ফেলা, বন্দুক কেনা, ডায়েরি লেখা, প্রতিবেশীর সাথে বন্ধুত্ব করা – এমির প্ল্যানের প্রত্যেকটা পার্ট আমাকে মুগ্ধ করেছে। সবকিছুই পার্ফেক্ট।
প্রত্যেকটা এক্টর, এক্ট্রেসের অভিনয় সেরা ছিল।নিঃসন্দেহে এটা আমার দেখা বেস্ট থ্রিলারগুলোর মধ্যে অন্যতম!

Visit CBNCox’s Bazar News Now for the Latest Cox’s Bazar News Updates.

Name: Gone Girl
Dir: David Flincher
Imdb: 8.1