The Suicide Squad (2021) Movie Review

The Suicide Squad(2021)

★নো স্পয়লার★
অনলাইনে সদ্য মুক্তি প্রাপ্ত এ ছবিটি ছিলো একটি মিশনকে ঘিরে। মিশনের স্কোয়াড হিসেবে প্রিজনারদের সিলেক্ট করা হয়৷একেকজন একেক রকমের ক্ষমতার অধিকার। একটি সুইসাইড স্কোয়াড🔥
যেখানে লিডার হিসেবে থাকে এদ্রিস এলবা। 💖
এর বিনিময়ে একেকজন তারা সাজা থেকে মুক্তি পাবে অথবা অন্য শর্ত পূরণ করবে।

যদি বলি কেমন ছিলো??
দারুণ🔥
টাইম ওর্থি, আগেরটার তুলনায় হিউজ বেটার। প্রত্যেকটা ক্যারেক্টার ছিলো চমৎকার।
আহা হারলি কুইন😍 ওকে স্ক্রিনে দেখায় আর আমি হা করে তাকিয়ে থাকি।
পিসমেকার চরিত্রে আছে জন সিনা, FF9 এ তাকে দেখে ভালো না লাগলেও এই মুভিতে ভালোই লেগেছে।
শার্ক চরিত্রটা মজার যার পেছনে ছিলো সিলভেস্টার স্ট্যালন , র‍্যাটক্যাচার-২ চরিত্রটাও যথেষ্ট ভালো। মানে নেগেটিভ মার্কিং করার মতো কোনোটাই লাগেনি।
আর এদ্রিস এলবার ব্লাডস্পর্ট চরিত্রটার কথা আলাদা করে নাই বললাম। ভালো লাগবেই….

মুভিতে যথেষ্ট পরিমানে একশন & কমেডি রয়েছে যা দারুণ উপভোগ্য করে তোলে মুভিকে। বলা যায় প্রথম থেকে শেষ পর্যন্ত সিঙ্গেল সেকেন্ডের জন্যও তেমনভাবে বোর হওয়ার চান্স নেই।

এই ছবিটির লেখা ও পরিচালনায় ছিলেন জেমস গান। যাকে ইতিপূর্বে Super, Guardians of the Galaxy ভলিউমে ডিরেক্ট করতে দেখেছি। এই মুভিতে বলতেই হয় উনার কাজের পরিপূর্ণতা দেখিয়েছেন। যা ফ্লেভার পেয়েছি….. বলতেই হয়, প্রশংসনীয়।

আর হ্যাঁ,মুভি কিন্তু অনেক ভায়োলেন্ট। ডায়লগে কিংবা একশনে এডাল্ট সংলাপ ও ভায়োলেন্স দৃশ্য রয়েছে। তো নিজ দায়িত্বে মুভি সাজেস্ট কইরেন সবাইকে।

তো আর দেরী কেনো????
সময় হাতে নিয়ে বসে পড়ুন দারুণ এ মুভিটি দেখতে। জানাতে ভুলবেন না কিন্তু কেমন লেগেছে।

ধন্যবাদ