The Suicide Squad – Movie Review
The Suicide Squad Review
[Spoiler Warning ]
তা এখন কথা হল আমার কেমন লেগেছে জেমস গানের নির্মিত দ্যা সুইসাইড স্কোয়াড তাই না?

মুভিটা আজকেই দেখলাম আর দেখে বলতেই হবে যে জেমস কেরেক্টারগুলো নিয়ে বেশ ভালোই করেছে।এই মুভিতে সে অনেকগুলো আন্ডাররেটেড কেরেক্টার ব্যবহার করেছে যাদের লাইভ একশনে দেখতে পাব বলে কেউ কখনো চিন্তাও করবে না।
তবে হ্যাঁ এই মুভির কেরেক্টার ইন্টারেকশন আগের মুভির চেয়ে ভালো ছিল।
এই মুভির বেশ কিছু মুহুর্ত আমার ভালো লেগেছে যেমন- Bloodsport আর Peacemaker এর মধ্যেকার ঐ প্রতিযোগিতা, লাস্টে Peacemaker এর
দলের বিরুদ্ধে যাওয়া আর হার্লির ঐ রঙবেরঙের ফাইট সিনটা।
Visit CBN – Cox’s Bazar News Now for the Latest Cox’s Bazar News Updates.
তবে ঐ বৃষ্টি মুহুর্তটা একটু এক রকম লেগেছিল।সবকিছু সাদা হয়ে গিয়েছিল আর মাঝেমধ্যে কিছু দেখা যাচ্ছিল না।
স্টারোর মত ভিলেনকে এই মুভিতে এনেছে। তাকে লাইভ একশনে দেখতে পাবো ভাবি নাই।লাইভ একশনের জন্য ভিলেনটা বেশ অদ্ভুত।
মুভিতে ২ টা ক্রেডিট সিন ছিল।আর হইতবা ২ টাই পিসমেকার সিরিজের সাথে কানেক্টেড হবে।এই মুভি দেখে ঐ সিরিজের জন্য অপেক্ষায় আছি।
সিজিয়াই, গ্রাফিক্স বেশ ভালোই ছিল।
জেমস গান যেমন মুভি বানিয়ে থাকে এই মুভিটা তেমনিই।সাউন্ডট্রেক ঠিক আছে মোটামুটি।
তবে ভালো না লাগার ব্যাপারও আছে কিছু। যেমন মুভির প্রথমে ফেভারিট একটা কেরেক্টারকে মেরে ফেলা।তাছাড়াও স্টারো নিয়ে লাস্টে যা হয়েছে তা ভালো লাগে নাই আরেকটু ভালো হওয়া উচিত ছিল।
এই মুভিটা মোটামুটি ভালোই ছিল হামাডার প্রথম গ্রিনলাইট দেওয়া প্রজেক্ট হিসেবে।দেখা যাক সামনে আরও কি কি দেয় এই হামাডা।
পার্সোনাল রেটিং ঃ৮/১০
CBN – Cox’s Bazar News Now
Visit CBN – Cox’s Bazar News Now for all kind of News Update in Cox’s Bazar. CBN – Cox’s Bazar News Now presents you the latest news of Cox’s Bazar. You can also visit Cox’s Bazar News, Eidgaon News, Ukhiya News, Teknaf News, Ramu News, Chakaria News, Moheskhali News, Pekua News, Kutubdia News for Latest news of Cox’s Bazar District.
eCoxsBazar
Cox’s Bazar Online Shop, offers you online shopping in Cox’s Bazar.